As Soon As No Sooner Than Sentences Very Important English Grammar 10th 12th level

ইংরেজি গ্রামার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল transformation of sentences. আর এরই একটি অংশ হল As soon as no sooner than sentences. আমি ইংরেজি গ্রামারের প্রতিটি বিষয় একে একে তোমাদের শেখাবার চেষ্টা করবো। এই পোষ্টে আমরা এটা শিখবো যে কিভাবে as soon as no sooner than sentences চেঞ্জ করতে হয়। তোমাদের কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পার। কন্টাক্ট ও ফলো করার জন্য > এখানে ক্লিক কর 

As soon as no sooner than sentences

How to Change As Soon As No Sooner Than Sentences 

মনে রাখতে হবে : 
  1. আমরা শুধুমাত্র Affirmative বাক্যকে Negative , এবং Negative বাক্যকে Affirmative করবো, কিন্তু বাক্যের অর্থের যেন কোনও পরিবর্তন না হয়।
  2. এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, উদাহরণ দেখে দেখে কীভাবে করতে হবে তা বুঝতে হবে। একটা বেসিক নিয়ম আমি তোমাদের আজ জানিয়ে দেব আর সেটি খুব সহজ।
  3. নিচের উদাহরণগুলো ভালো করে লক্ষ্য কর। কিভাবে করা হয়েছে তা খুব সহজ ভাবে বোঝানো হয়েছে। এবং ঠিক ওই একইভাবে বাকি উদাহরণগুলো করা হয়েছে।

উদাহরণ -১ : 

➤ As Soon As the teacher entered the room, Rina ran away.

উপরের বাক্যটি একটি Affirmative বা হ্যাঁ-বাচক বাক্য। এই বাক্যটিকে নেগেটিভ / Negative করতে হলে no Sooner ............ than ব্যবহার করতে হবে।

লক্ষ্য কর: প্রশ্নটি as soon as দিয়ে শুরু। As soon as এর পর থেকে যেখানে একটি কমা চিহ্ন (,) আছে ঠিক সেই পর্যন্ত বাক্যটির প্রথম অংশ। অনেক সময় কমা চিহ্নটি (,) নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে বাক্যটি ভালো করে পড়ে প্রথম অংশ কোনটি তা বুঝতে হবে। কমা চিহ্নটির  পর থেকে শেষ পর্যন্ত হল বাক্যটির দ্বিতীয় অংশ।
অনেক সময় বাক্যের দ্বিতীয় অংশটি প্রথমে থাকতে পারে, আর as soon as থেকে প্রথম অংশটি শেষে থাকতে পারে। সেক্ষেত্রে কমা চিহ্নটি সাধারণত থেকে না।

➠তাহলে উপরের বাক্যটিকে নেগেটিভ /Negative করলে হবে :

Ans:  No Sooner had the teacher entered the room than Rina ran away.

কিভাবে করলাম দেখ : 

প্রথমে No Sooner had লিখতে হবে > তারপর বাক্যের প্রথম অংশটি লিখতে হবে > তারপর than লিখতে হবে > তারপর বাক্যের দ্বিতীয় অংশটি লিখতে হবে।
এই ছকে ঠিকঠাক বসিয়ে দিলেই হবে।

মনে রাখতে হবে: বাক্যের প্রথম অংশটি লেখার সময় main verb টি যে ফর্মেই থাকুক না কেন, তাকে verb এর Past participle ফর্মে চেঞ্জ করে লিখতে হবে।

উদাহরণ -২

➤  No sooner had Ram seen the players than he started to follow them. 

এটি একটি Negative / নেগেটিভ বাক্য । এই বাক্যটিকে Affirmative বা হ্যাঁ-বাচক করতে হলে -

প্রথমে 'No Sooner had' এর জায়গায় 'As soon as' বসাতে হবে > তারপর বাক্যের প্রথম অংশটি অর্থাৎ 'Ram seen the players' এই অংশটি লিখতে হবে > তারপর than লিখতে হবে > এরপর শেষে, বাক্যের দ্বিতীয় অংশটি লিখতে হবে।

লক্ষ্য কর : বাক্যের দ্বিতীয় অংশের main verb হল 'started' যা past ফর্মে আছে। তাই বাক্যের প্রথম অংশের main verb 'seen' past participle ফর্মে থাকলেও একে চেঞ্জ করে past ফর্মে করতে হবে।

➠ সুতরাং দ্বিতীয় উদাহরণ এর বাক্যটির উত্তর হবে -

Ans:  As soon as Ram saw the players, he started to follow them.

Some Examples of As soon as No sooner than sentences


>> I ate all rice as soon as my mother told me.
No Sooner had my mother told me than I ate all rice.

>> As soon as Sita cried out, they ran away in fear.
No Sooner had Sita cried out than they ran away in fear.

>> As soon as the train left the station, we arrived.
 No Sooner had the train left the station than we arrived.

>> As soon as she went her house, her father scolded her.
 No Sooner had she went her house than her father scolded her.

>> As soon as Ram called him, he went there.
 No Sooner had Ram called him than he went there.

HS Latest Notification > Click Here

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post